মনোনয়ন পত্র জমা দিলেন অর্থ মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল এফসিএ এমপি

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন   |   সারাদেশ

মনোনয়ন পত্র জমা দিলেন অর্থ মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল এফসিএ এমপি


ইউনিভার্সেল কামাল:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২৫৮) কুমিল্লা-১০ (লালমাই, সদর দক্ষিণ ও নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ এমপি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌমিতা দাশের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মনোনয়ন জমা দানের সময় মন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ভাইস প্রিন্সিপাল ডা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ডা. মোতাহার হোসেন ভূঁইয়া জুয়েল, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন কালু ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাঙ্গলকোট শাহজাহান মজুমদার, ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার, অর্থ মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব কেএম সিংহ রতন, ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাধারন সম্পাদক মাসুদ ভুঁইয়া, ইব্রাহিম মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ অধ্যাপক অপু আলম, বাগমারা উত্তর পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, লালমাই উপজেলা যুবলীগ আহ্বায়ক মোতালেব হোসেন, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন পারভেজ, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, যুবলীগ নেতা নাসির মির্জাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: